গাজীপুরের সদর উপজেলার মেম্বারবাড়ি পাঁচপীর মাজার এলাকায় একটি আম বাগান থেকে শনিবার সকালে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় এক নারীর গলাকাটা লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত নারীর নাম মোসা. তাসলিমা খাতুন (৪৩)। তিনি ময়মনসিংহ জেলার হালয়াঘাট থানার কোনাপাড়া এলাকার মো. ইদ্রিস আলীর মেয়ে। শনিবার রাতে ঐ নারীর পরিচয় শনাক্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান।
তিনি আরো জানান, অজ্ঞাত পরিচয় নারীল লাশ উদ্ধারের খবর পেয়ে শনিবার সকালে গাজীপুর পিবিআই এর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সকালেই লাশের ফিঙ্গার প্রিন্ট নিয়ে জাতীয় পরিচয় পত্রের সঙ্গে মেলানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু সার্ভারে সমস্যা থাকায় পরিচয় শনাক্ত করতে একটু সময় লেগেছে।
জয়দেবপুর থানার ওসি মো. ইব্রাহিম খলিল বলেন, শনিবার সকালে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি পাঁচপীর মাজার এলাকায় একটি আম বাগানে এক নারীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কী কারণে কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করা হয়েছে।