‘বিগ বস’-এর ১৯তম মৌসুম বেশ জমে উঠেছে। তবে অন্য আসরের মতো এবার সালমান খানের পক্ষে নেই দর্শকরা। চলতি মৌসুমে বেশ কয়েকবার বেফাঁস মন্তব্য করে দর্শক মহলের বিরক্তির কারণ হয়েছেন সঞ্চালক সালমান।
তবে এবার বেশ বড় বিতর্কে ফাঁসলেন ভাইজান। ‘বিগ বস’ প্রতিযোগী ফারহানা ভাটকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘বিগ বস’-এর এক পর্বে আশনূর কৌর তার সহ-প্রতিযোগী ফারহানা ভাট সম্পর্কে সালমানের কাছে অভিযোগ করেন। আশনূরের দাবি, ফারহানা নেতিবাচকতা ছড়াচ্ছে। বিগ বসের ঘরের বাইরেও কি ফারহানা এ রকমই?
এ কথায় সায় দিয়ে ব্যঙ্গাত্মকভাবে সালমান বলেন, ফারহানার যখন বিয়ে হবে, তখন পরিবারের লোক পাত্রী হিসেবে ওর খোঁজখবর নেবে, ও কেমন? তখন কী বলবে, ওহ, এই মেয়ে তো গালি দেয়! ঝগড়া করে। প্লেট ভাঙে, ঘরের বউ হিসেবে এ রকম মেয়েই দরকার! আমাদের ছেলের জন্য এ রকম শান্তশিষ্ট মেয়ে প্রয়োজন! যে ছেলের সঙ্গে বিয়ে হবে, তার জীবন তো বরবাদ হয়ে যাবে।
সালমানের এমন মন্তব্য ছড়িয়ে পড়তেই তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমানের সমালোচনা করে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অনেকেই।
একজন মন্তব্য করেছেন, একটু স্বাধীনচেতা, দৃঢ়, বলিষ্ঠ স্বভাবের নারী হলেই সহ্য করতে পারেন না সালমান। হিনা থেকে গওহর, রুবিনা, প্রিয়াঙ্কা; এখন ফারহানাকে আক্রমণ করলেন।
কেউ কেউ বলছেন, এত বড় মাপের নারীবিদ্বেষী মানুষ আগে দেখিনি।
অবশ্য বিতর্কের ঝড় বয়ে গেলেও সালমানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

