নারীকে সম্মান করার মানসিকতা প্রতিটি মানুষের মধ্যে জাগ্রত করার আহ্বান জানিয়েছেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা নুরমহল আশরাফী। তিনি আরও বলেন, অর্থনৈতিক স্বাবলম্বিতা নারীকে আরও আত্মবিশ্বাসী করে তোলে, যা নির্যাতন প্রতিরোধে বড় হাতিয়ার।
মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে অদম্য পাঁচ নারীকে পুরস্কার প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গিরও ইতিবাচক পরিবর্তন অত্যন্ত জরুরি। এক্ষেত্রে পরিবার ও প্রশাসনের যৌথ উদ্যোগ নিতে হবে। কেবল আইনের মাধ্যমেই নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলেয়া ফেরদৌসী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তারা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

