নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪

0
নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫নং ক্যানেল এলাকায় দেওয়াল ধসে এক শিশু ঘটনাস্থলে মারা যায় এবং তার মায়ের অবস্থাও গুরতর।

শুক্রবার নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক বার্তার বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এই বার্তায় বলা হয়েছে, এছাড়া একজন পথচারী গুরুতর আহত হয়েছে মর্মে জানা গেছে। রূপগঞ্জে নিহত শিশুটির মা ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। মৃত শিশুটির পরিবারকে প্রাথমিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়া, বিভিন্ন উপজেলা এবং সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্যমতে নারায়ণগঞ্জে ২৪ জন বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কারো আঘাতই অতি গুরুতর নয়। ভূমিকম্পের কারণে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here