নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী পৌরসভার টোকসাদী এলাকায় সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত রাস্তা কেটে অবৈধভাবে ভবন নির্মাণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় টিআর প্রকল্পের আওতায় নির্মিত রাস্তায় পিলার নির্মাণের জন্য গর্ত করা হয়।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় রাস্তা কেটে করা গর্তগুলো বালি ও মাটি দিয়ে ভরাট করা হয়।
তবে অভিযুক্ত ব্যক্তি মোকররমকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ সময় নির্মাণাধীন ভবনের তিনটি পিলার থেকে রড কেটে অভিযুক্তের স্ত্রী আছমা আক্তারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, অভিযুক্ত মোকররম এর আগেও একই ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তখনো ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। সরকারি অবকাঠামো রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

