নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) পরিদর্শন করেছেন একদল বিদেশি বিনিয়োগকারী। বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার তারা সেখানে পরিদর্শনে যান।
এর আগে ঢাকায় গতকাল সোমবার থেকে দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে চার দিনব্যাপী ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’ শুরু হয়েছে।
চার দিনব্যাপী এই সম্মলেনের প্রথম দিন বিদেশি বিনিয়োগকারীদের বড় অংশ চট্টগ্রামের আনোয়ারা, কোরিয়ান ইপিজেড ও মীরসরাই অর্থনৈতিক অঞ্চল ভ্রমণ করেছেন। পরে আজ সকালে আড়াইহাজারের বিএসইজেড পরিদর্শনে যান চীন, জাপান, সৌদি, আবুধাবি, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা।
শুরুতেই বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (বিএসইজেড) কর্তৃপক্ষ বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরে। এরপর তারা বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহব্যবস্থা ও অবকাঠামো বিষয়ক খোঁজখবর নেন। খতিয়ে দেখেন সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ।
পরিবহন ও জ্বালানি বিষয়েও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বিদেশি উদ্যোক্তারা। বিনিয়োগ সম্ভাবনা ও জুলাই বিপ্লব-পরবর্তী অর্থনৈতিক সংস্কার তুলে ধরতে বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা আয়োজিত বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শন করানো হচ্ছে।