নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫৩ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
সোমবার সন্ধ্যায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ত্বকীর বাবা রফিউর রাব্বি অভিযোগ করে বলেন, শেখ হাসিনার শাসনামলে নারায়ণগঞ্জে ‘আইয়ামে জাহেলিয়াত’-এর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। খুন, হত্যা, চাঁদাবাজি ও দখলবাজির মধ্য দিয়ে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। ত্বকীর ঘাতকরা চিহ্নিত হলেও প্রশাসনের সহযোগিতায় তারা দীর্ঘদিন ধরে শহরে প্রভাব বিস্তার করেছে।
তিনি বলেন, ত্বকী হত্যার বিচারের ধার্য তারিখ ৯৯টি অতিবাহিত হলেও এখনো অভিযোগপত্র আদালতে জমা পড়েনি। ফ্যাসিবাদী ব্যবস্থায় বড় কোনো পরিবর্তন হয়নি। তবে আমরা বিশ্বাস করি—এই সরকার শেখ হাসিনার মতো ত্বকীর ঘাতকদের রক্ষার অভিসন্ধি রাখে না।
তিনি দ্রুত হত্যার নির্দেশদাতা ওসমান পরিবারসহ সংশ্লিষ্টদের অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করে বিচার শুরুর দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থর। সাধারণ সম্পাদক দীনা তাজরিন সঞ্চালিত এ আয়োজনে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক, ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, দৈনিক খবরের পাতা সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, ভবানী শংকর রায়, সিপিবির জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, বাসদ জেলা আহ্বায়ক নিখিল দাস, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, এনসিপির আহমেদুর রহমান তনু, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান ও সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ শায়েস্তা খাঁ রোড থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

