নারায়ণগঞ্জে তিন ইটভাটাকে ১৫ লক্ষ টাকা জরিমানা

0
নারায়ণগঞ্জে তিন ইটভাটাকে ১৫ লক্ষ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি ইটভাটাকে ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

রবিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

জরিমানা পাওয়া ইটভাটাগুলো হলো— পাগলা এলাকার আব্দুল্লাহ ব্রিকস (৫ লক্ষ টাকা), ফতুল্লা শিলকুড়িয়া এলাকার মেসার্স এমএসবি ব্রিকস (৫ লক্ষ টাকা) এবং মেসার্স এসইউএ ব্রিকস (৫ লক্ষ টাকা)। এছাড়া তিনটি ইটভাটার কার্যক্রম বন্ধ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানের সময় এস্কেভেটরের মাধ্যমে ইট ও স্থাপনা গুড়িয়ে ফেলা হয়, চিমনী আংশিক ভাঙা হয় এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে কাঁচা ইট ব্যবহার অনুপযোগী করা হয়। নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, র‌্যাব-১১, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার বলেন, বায়ু দূষণের অভিযোগে তিনটি ইটভাটাকে জরিমানা ও কার্যক্রম বন্ধ করা হয়েছে। 

তিনি জানান, বায়ু দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here