নারায়ণগঞ্জের বন্দরে সাবিনা আক্তার পান্না (২৮) নামে এক গৃহবধূকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবক আবদুর রহমানের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় উপজেলার নবীগঞ্জ শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ পান্না ওই এলাকার রাজিব হোসেনের স্ত্রী।
স্বজনরা জানান, নিহতের সন্তানরা বাড়ির পাশের একটি স্থানে খেলা করছিল। কিন্তু প্রতিবেশী আবদুর রহমান প্রায় বাচ্চাদের বাধা ও মারধর করতো। এদিন এমন করলে গৃহবধূ পান্না প্রতিবাদ করলে আবদুর রহমানের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে গৃহবধূ পান্নাকে কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন ওই প্রতিবেশী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় গৃহবধূ পান্নার।