নারায়ণগঞ্জে গাঁজাসহ আটক ৫

0

নারায়ণগঞ্জে ১০ কেজি গাঁজাসহ পাঁচ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

শুক্রবার (২ মে) র‍্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল নারায়ণগঞ্জের বন্দর থানার মদনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ আসামিদের আটক করে র‍্যাব।

আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার মোঃ রওশন আলীর ছেলে মোহাম্মদ আমান ওরফে জীবন (৫৪), একই এলাকার মৃত নশু মিয়ার ছেলে মো. মাসু রানা (২৫), মৃত মানিক মিয়ার স্ত্রী জাহানারা বেগম (৫০), মো. মোস্তফার স্ত্রী বৃষ্টি (১৯), মৃত মানিক মিয়ার ছেলে ইয়াসিন (১৩)।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে মাদক পরিবহন ও সরবরাহ করে আসছিল। আটককৃত আসামিদের বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here