নারায়ণগঞ্জ সদরের বোয়ালিয়া খাল এলাকায় নয়ন নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে খালের পাশে ভূইয়ারবাগ গলির খালি স্থান থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি। নিহত নয়ন সিকদার (১৭) স্থানীয় জালাল সিকদারের ছেলে।