নারায়ণগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

0
নারায়ণগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল ও গরু সদকা করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের উদ্যোগে এই গরু সদকা প্রদান করা হয়। 

এদিন হাজীগঞ্জের জামি’আ হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন মাসুদুজ্জামান। সেই সাথে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রেণি-পেশার মানুষ এতে উপস্থিত হন। 

মাদ্রাসার দোয়া মাহফিল শেষে মাসুদুজ্জামান মাসুদ তার প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু সদকা দেন এবং সদকার মাংস নিম্ন আয়ের ও অসহায় মানুষের মাঝে বিতরণ করে দেন। 

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসূফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, মহানগর বিএনপি সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু ও মনোয়ার হোসেন শোখন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here