নারায়ণগঞ্জের ফতুল্লায় কুপির আগুনে ছাপড়া ঘর পুড়ে ভিক্ষুক নারীর সুরুজ (২০) নামে প্রতিবন্ধী ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে ফতুল্লার নন্দলালপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের পাশে বস্তিতে এই ঘটনা ঘটে।
নিহত সুরুজ বস্তির মৃত ফিরোজ মিয়া ও সাহিদা বেগমের ছেলে। সুরুজ শারিরীক প্রতিবন্ধী ছিলো। যার কারণে সে হাঁটতে পারতো না। তার বাবা নেই মা ভিক্ষা করে সংসার চালাতো।
ফতুল্লা মডেল থানার এসআই শহিদুল ইসলাম বলেন, রাতে ঘরের মধ্যে কেরোসিন তেলের কুপি জ্বালিয়ে সুরুজকে রেখে তার মা শাহিদা বেগম বাহিরে যায়। এর মধ্যে কুপি থেকে বস্তির ছাপড়া ঘরে আগুন ধরে যায়। তখন পাশের আরো দুটি ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এসময় আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিস আসার আগেই ঘরসহ পুড়ে ছাই হয়ে যায় সুরুজ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক। নিহতের পরিবার ও এলাকাবাসী লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য অনুরোধ জানিয়েছে। বিষয়টি ঊধ্বর্তন অফিসারদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।