নায়কের ব্যানার টাঙাতে গিয়ে প্রাণ গেল ৩ ভক্তের

0

গতকাল ৮ জানুয়ারি ছিল ‘কেজিএফ’খ্যাত দক্ষিণী অভিনেতা যশের জন্মদিন। প্রিয় অভিনেতার জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজনে ব্যস্ত ছিলেন ভক্ত-অনুরাগীরা। দিনটি নানাভাবেই উদযাপন করেছেন তারা। তবে এসবের মাঝেই ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। যশের জন্মদিন পালন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিন ভক্তের। 

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা ও হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সোমবার ভোরে কর্ণাটকের গদগ জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান হনুমন্ত হরিজন (২৪), মুরালি নাদুভিনামনি (২০) ও নবীন গাজি (২০)। তারা তিনজনই ছিলেন অভিনেতা যশের ভক্ত। 

কেজিএফ তারকা যশের জন্মদিন উদযাপনে ভক্তদের নানা পাগলামি, আয়োজন দেখা যায়। যদিও গত ৪ জানুয়ারি এক পোস্টে যশ জানিয়ে দেন, এবারের জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করতে পারবেন না তিনি। কারণ এই সময়ে তিনি শহরের বাইরে থাকবেন। তবুও প্রিয় তারকার জন্মদিনকে ঘিরে শহরে নানা আয়োজন রেখেছিলেন ভক্তরা। সেখানেই ঘটল এমনই এক মর্মান্তিক ঘটনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here