রাশিয়ায় বিরোধী দলের নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনি মারা গেছেন। কারাগারে তার মৃত্যু হয়েছে বলে রুশ কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে।
নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। পুতিনের প্রতিদ্বন্দ্বীও মনে করা হতো তাকে। ২০২১ সাল থেকে নাভালনি কারাবন্দী।
অন্যদিকে নাভালনির চিফ অব স্টাফ লিওনিদ ভলকভ বলেছেন, কারা বিভাগের বিবৃতিকে ‘স্বীকারোক্তি’ হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে যে, তারা ইচ্ছাকৃতভাবে নাভালনিকে হত্যা করেছে।
নাভালনির আইনজীবী ইয়ামালিয়ার ৩ নম্বর পেনাল কলোনি যাচ্ছেন বলে জানিয়েছেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নাভালনির মৃত্যুর বিষয়ে পুতিনকে অবহিত করা হয়েছে। পেসকভ বলেন, রাশিয়ার পেনিটেনশিয়ারি সার্ভিস সব ধরনের পরীক্ষা চালাচ্ছে এবং এ বিষয়ে তার কাছে আর কোনো তথ্য নেই।