সম্প্রতি কারাগারে মারা যান রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি। এর দু’দিন পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম আবেগঘন পোস্ট দিলেন স্ত্রী ইউলিয়া নাভালনায়া।
রবিবার ইনস্টাগ্রামে দেওয়া ওই পোস্টে ইউলিয়া লিখেছেন, “আমি তোমাকে ভালোবাসি।”
এতে দেখা যায়, তারা কোনও প্রদর্শনী উপভোগ করছেন। পরস্পরের মাথার স্পর্শ করে আছে।
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি কারাগারে বন্দি ছিলেন ৪৭ বছর বয়সী নাভালনি। ৩০ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করছিলেন তিনি। গত শুক্রবার ওই কারাগারেই তার মৃত্যু হয়।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন নাভালনি। সূত্র: রয়টার্স