নাবলুসে ইসরায়েলি অভিযান, তিন ফিলিস্তিনি নিহত

0

অবরুদ্ধ পশ্চিম তীরের নাবলুসের বালাতা শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় তিন ফিলিস্তিনি নিহত হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন, মুহাম্মদ আবু জায়তুন (৩২), ফাতিহ আবু রিজক (৩০) ও আব্দুল্লাহ আবু হামদান (২৪)। সোমবার সকালে তাদেরকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

এই অভিযানকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন প্যালেস্টােইন অথরিটির মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ। তিনি বলেছেন, ‘নাবলুসের শরণার্থী ক্যাম্পে দখলদার ও বসতি স্থাপনকারীদের এমন আগ্রাসন অচিরেই বন্ধ হওয়া উচিত।’

এই হামলার জন্য মার্কিন মদদকেও দায়ী করছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের এই মুখপাত্র। 

রবিবার দিবাগত রাত দেড়টায় শুরু হওয়া এই অভিযানে কয়েক হাজার ইসরায়েলি সেনা অংশ নেয়। সোমবার ভোর পাঁচটা পর্যন্ত চলে এই অভিযান। এসময় বুলডোজার দিয়ে বেশ কয়েকটি বাড়িও ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here