কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার হোয়াইক্যং সংলগ্ন নাফ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম।
নিহতের বাবা ঠান্ডা মিয়া বলেন, আমার ছেলে আমান উল্লাহ সকাল ৭টার দিকে মাছ ধরার জাল নিয়ে নাফ নদীতে যায়। দুই ঘণ্টা পরে খবর আসে সে নাফ নদীতে ডুবে গেছে। পরে বিজিবি ও পুলিশসহ স্থানীয় লোকজনের সহায়তায় হোয়াইক্যং সংলগ্ন নাফ নদী থেকে তার মরদেহ তোলা হয়। তবে কী কারণে সে মারা গেছে, তা এখনো জানা যায়নি।
টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল হালিম বলেন, শনিবার দুপুরে হোয়াইক্যং সংলগ্ন নাফ নদী থেকে নৌ-পুলিশ ও বিজিবির সহায়তায় আমান উল্লাহ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।