বগুড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি পালনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
শনিবার সকাল ১১ টায় বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বগুড়ার শেরপুরে গণহত্যা দিবস উপলক্ষে কল্যাণী শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই শ্রদ্ধা জানানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা। এসময় শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরআগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শাজাহানপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় শাজাহানপুর উপজেলা পরিষদের মিলনায়তনে গণহত্যা দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মোস্তারী। বগুড়া প্রেসক্লাবের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবসে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি মাহমুদুল আলম নয়ন। এতে প্রেসক্লাবের সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।