কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে জেলা প্রশাসনের হলরুমে জেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, এ্যাডভোকেট আব্রাহাম লিংকন পিপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদ হাসান লোবান,সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন,প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, প্রেসক্লাব সাবেক সভাপতি এড.আহসান হাবীব নীলু প্রমুখ।