নাটোরের গুরুদাসপুরে ২০ কেজি গাঁজাসহ লুৎফর রহমান (৪৬) নামে মাদক সম্রাটকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আটক মাদক ব্যবসায়ী গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল মতিন ও এস আই রফিকুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী লুৎফর রহমানের বাসায় অভিযান পরিচালনা করেন। এ সময় ঘরে রাখা চালের ড্রামের ভিতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
নাটোর ডিবি পুলিশের এস,আই রফিকুল ইসলাম জানান, লুৎফর রহমান এলাকায় গাজা সম্রাট বলে পরিচিত। তার ঘরে রক্ষিত অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মাদক আইনে নিয়মিত রুজু করে আদালতে পাঠানো হবে।