নাটোরে হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার

0

নাটোরের লালপুরে টেলিভিশন মেকানিক সোহেল হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পিবিআই নাটোর ইউনিট। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিটের ইন্সপেক্টর এডমিন ফরিদুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার এয়ারপোর্ট মোড় এলাকার শফিকুল ইসলাম শফি ও তার স্ত্রী কুলসুম বেগম।

এ বিষয়ে পিবিআই নাটোর ইউনিটের ইন্সপেক্টর এডমিন ফরিদুল ইসলাম জানান, গত ১২ মার্চ লালপুরের এক ভুট্টার জমি থেকে সোহেল নামে এক টেলিভিশন মেকানিকের মরাদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সোহেলের স্ত্রী নাছিমা বাদী হয়ে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে গত রাতে অভিযান চালিয়ে এ মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here