নাটোরে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা অফিস ভাঙচুরের অভিযোগ

0

নাটোরে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) আহাদ আলী সরকারের নির্বাচনি প্রচারণা অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় দত্তপাড়া বিসিক এলাকা এ ঘটনা ঘটে। 

নাটোর আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকার অভিযোগ করে বলেন, বুধবার সন্ধ্যায় নাটোর সদর উপজেলার দত্তপাড়া বিসিক এলাকায় প্রতিষ্ঠিত আমার নির্বাচনি প্রচার অফিসটি ভাঙচুর করে নৌকা সমর্থকরা। তিনি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান। 

এ বিষয়ে নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারীর রিটার্নিং অফিসার শারমিনা সাত্তার জানান, ঘটনার সংবাদ পেয়ে আমাদের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন । আমরা লিখিত অভিযোগ পেলেই দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here