নাটোরে সূবর্ণ শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা শুরু

0

নাটোরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী- সূবর্ণ শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। রবিবার সকাল আটটায় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূইঞা। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. রফিকুল ইসলাম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে নাটোর সদর উপজেলার দুইটি প্রতিবন্ধী বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থী ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
 
প্রতিযোগিতার উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, সরকার প্রতিবন্ধীতা চ্যালেঞ্জ মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে তাদেরকে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে। তাহলে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়ে তারা দেশের সুনাম বয়ে আনবে-যা হবে অভিভাবকের জন্য প্রশান্তির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here