নাটোরের লালপুরে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার শোভদিয়ার পাড়া এলাকার রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।
নিহত তান্নি খাতুন (২০) লালপুর উপজেলার নাবীর পাড়া এলাকার জিল্লুর রহমানের মেয়ে। অভিযুক্ত রবিন হোসেন (২৩) একই উপজেলার চন্ডিগাছা এলাকার কসিম উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তান্নি ও রবিনের বিয়ে হয়। তবে দাম্পত্যজীবনে কলহের জেরে ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। বৃহস্পতিবার বিকেলে রবিন তান্নিকে শোভদিয়ার পাড়া এলাকায় ডেকে নিয়ে গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি টের পেয়ে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, ঘটনাস্থল রেলওয়ে এলাকার মধ্যে হওয়ায় বিষয়টি রেলওয়ে পুলিশের এখতিয়ার। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

