নাটোরের বড়াইগ্রামে ব্যাটারি চালিত অটোভ্যানের রাস্তা পারাপার হওয়ার সময় জিপ গাড়ির ধাক্কায় একজন নিহত হয়েছে। সোমবার রাত ১০ ঘটিকার দিকে বনপাড়া-হাটিরুল মহাসড়কের বনপাড়া মহিষ ভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মফিজুল ইসলাম (৪৫)। তিনি রাজশাহীর বহরামপুর এলাকার আনসার আলীর ছেলে। পেশায় ভ্যানচালক। মফিজুল বনপাড়া পৌরসভার দিয়াপাড়া আদর্শ গ্রামে স্ত্রী নিয়ে বসবাস করতেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন বলেন, নিহত ব্যক্তি ভ্যান নিয়ে মহিষ ভাঙ্গা এলাকায় যাওয়ার জন্য মহাসড়ক পার হচ্ছিলেন। একটি ট্রাক চলে যাওয়ার পর ভ্যান নিয়ে মহাসড়কে উঠছিলেন- এসময় ঢাকা থেকে রাজশাহী গামী একটি জিপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, জিপটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।