নাটোরে মিঠুন আলী নামে এক যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে শহরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগের নেতাকর্মীরা।
সোমবার বিকালে জেলা যুবলীগ ও তার অঙ্গ সংঠনের আয়োজনে সংগঠনটির সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী (এহিয়া) নেতৃত্বে এক প্রতিবাদ সভা পালন করা হয়।
উল্লেখ্য, রবিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তার ভবানীগঞ্জ অফিস থেকে শহরের বলারিপাড়া এলাকায় ভারা বাসায় ফেরারা সময় মিঠুন আলী ও তার সঙ্গীদের ওপর হামলা করা হয়। এক পর্যায়ে মিঠুনকে মাটিতে ফেলে তার ডান হাতের কবজি কেটে নেয়া হয়। আহতদের সদর হাসপাতালে ভর্তি করার পর ওই রাতেই মিঠুকে ঢাকায় পাঠানো হয়। সে ঢাকার লালমাটিয়ায় সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত মিঠুন আলী নাটোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং ওই শাহাবুদ্দিনের ছেলে।