নাটোরে যানবাহনে চাঁদাবাজির সময় গ্রেফতার ৬

0

নাটোরের সিংড়া থেকে পণ্যবাহী ট্রাক, সবজির পিকআপ, ভটভটি ও পণ্যবাহী অটোরিকশার গতিরোধ করে চাঁদাবাজি করাকালীন চাঁদাবাজির টাকাসহ ছয়জনকে আটক করেছে র‌্যাব। সোমবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার সকালে র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কমান্ডার সঞ্জয় কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কমান্ডার সঞ্জয় কুমার সরকার জানান, সোমবার বিকেলে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক, অটোরিকশা এবং বাস থেকে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় রশিদ বইসহ চাঁদাবাজ চক্রের মূলহোতা মো. আরিফুল ইসলামসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। সড়ক-মহাসড়কের চাঁদাবাজি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে সিংড়া থানায় মামালা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here