নাটোরের লালপুরের ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে আটটার দিকে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর আব্দুর রহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ইন্সপেক্টর আব্দুর রহিম জানান, মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে সরকারি চাকরির আড়ালে মাদক ব্যবসা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুকনো গাঁজাসহ হাতেনাতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার দায়ের করা হয়েছে।