বিএনপি’র দলীয় সিদ্ধান্তের বাইরে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় নাটোরের বাগাতিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মানিককে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাহাঙ্গীর হোসেন মানিক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়ন বৈধ হওয়ায় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান মানিক। ‘মোটরসাইকেল’ প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে তিনি এলাকায় প্রচারণা চালাচ্ছেন।
এ বিষয়ে কথা বলতে বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন মানিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহিন জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির যেসকল নেতাকর্মী দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেবেন, তাদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেবে দল।