নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের মঞ্চ ভাঙচুর

0

নাটোরের উপশহর মাঠে বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের মঞ্চ ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে বেশ কয়েকজন ব্যক্তি নাটোর শহরের আলাইপুর এলাকার উপশহর মাঠে বিএনপির নির্মাণাধীন মঞ্চ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন গিয়ে আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এ ঘটনার জন্য সরাসরি আওয়ামী লীগকে দায়ী করেছেন জেলা বিএনপির সদস্য দেওয়ান শাহীন। অপরদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে নিজেরাই মঞ্চ ভাঙচুর করে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে।

এদিকে একই মাঠে একই দিন শান্তি সমাবেশের ডাক দিয়ে রাত থেকে মাইকিং শুরু করেছে নাটোর পৌর আওয়ামী লীগ। এ ঘটনায় চলছে উত্তেজনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here