নাটোরে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি-এসপি

0

নাটোরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা ও পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম পিপিএম।

শুক্রবার মহাষষ্ঠীর রাতে শহরের বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি তারা পরিদর্শন করেন। পরিদর্শন কালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম পিপিএম বলেন, সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে সকলে মিলে উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে সনাতন ধর্মালম্বীরা দুর্গোৎসব পালন করছে। এ উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি, ডিএসবির ডিআই ওয়ান কাজী জালাল উদ্দিন আহমেদ, নাটোর সদর থানার অফিস ইনচার্জ নাসিম আহমেদসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here