নাটোরে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন বিচারপতি রুহুল কুদ্দুস

0

নাটোর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাগবে ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগারের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রুহুল কুদ্দুস। শনিবার বেলা ১১টার দিকে গণপূর্ত বিভাগের বাস্তবায়নে প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে এ বিশ্রামাগারের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তিনি।

এসময় বিচারপতি মো. রুহুল কুদ্দুস বলেন, বিচারপ্রার্থীরা আদালতে এসে যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন সেজন্য প্রধান বিচারপতির নির্দেশনায় সারাদেশে ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগার নির্মিত হচ্ছে। এ বিশ্রামাগারে সুপেয় পানি ও নাস্তা, নারীদের জন্য টয়লেট ও ব্রেস্টফিডিং রুমের ব্যবস্থা থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here