নাটোরের লালপুর উপজেলার ৫নং বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনী ফলাফল (গেজেট) বাতিল করে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান মিন্টুকে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচনী আপিল ট্রাইবুন্যাল। গত ১৩ মার্চ রায় ঘোষণার নির্ধারিত তারিখ থাকলেও মঙ্গলবার বিকালে লিখিতভাবে নাটোরের নির্বাচনী আপিল ট্রাইবুন্যালের বিচারক শামসুল আল আমীন পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেন।
নির্বাচনী আপিল ট্রাইবুন্যাল সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর লালপুর উপজেলার ৫নং বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী সিদ্দিক আলীকে ১৬ ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে প্রকাশিত গেজেট বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইবুন্যালে মামলা করেন।
মঙ্গলবার বিকালে নির্বাচনী আপিল ট্রাইবুন্যাল মামলার লিখিত রায় সরবরাহ করেন। রায় পর্যালোচনা করে দেখা যায়, আপিল ট্রাইবুন্যাল ২০২১ সালের ২৮ নভেম্বর নির্বাচনী ট্রাইবুন্যাল ঘোষিত রায় বাতিল করেছেন। একইসঙ্গে সিদ্দিক আলীকে চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণা করে দেওয়া নির্বাচন কমিশনের গেজেট বাতিল করেছেন। পাশাপাশি মিজানুর রহমানকে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশনা দিয়েছেন।
আপিল ট্রাইবুন্যাল পর্যবেক্ষণে বলেছেন, ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটগণনায় ত্রুটি ছিল। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমানের অভিযোগের পরিপ্রেক্ষিতে ৮ ও ৯ নম্বর কেন্দ্রের প্রাপ্ত ভোট গণনায় নির্বাচন কমিশনের গণনার ত্রুটি ধরা পড়েছে। পরাজিত প্রার্থী নির্বাচিত প্রার্থীর চেয়ে ৬ ভোট বেশি পেয়েছেন। নির্বাচনী ট্রাইবুন্যালে নির্বাচিত প্রার্থী তার লিখিত বক্তব্যে উল্লেখ করেছেন, ‘সব কেন্দ্রে সর্বকালের শ্রেষ্ঠ সুষ্ঠু ভোট হয়েছে।’ তাই তার পক্ষে সবকেন্দ্রের ভোট গণনার আবেদনের যৌক্তিতা নাই। সবকেন্দ্রে ভোট পুনঃগণনার আবেদন খারিজ করা যুক্তিসঙ্গত ছিল।
এদিকে বর্তমান চেয়ারম্যান সিদ্দিক আলী আপিল ট্রাইবুন্যালের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। প্রতিকারের জন্য তিনি উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান আপিল ট্রাইবুন্যালের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, সত্যের জয় হয়েছে। তাকে পরিকল্পিতভাবে নির্বাচনে হারানো হয়েছিল। তিনি আপিল ট্রাইবুন্যালের রায়ের নকল মঙ্গলবার হাতে পেয়েছেন। উক্ত নকল নির্বাচন কমিশনে জমা দেবেন। কমিশন রায়ের আলোকে আগের গেজেট বাতিল করে নতুন করে গেজেট প্রকাশ করবে।