নাটোরে ঝালমুড়ি বিক্রেতার মরদেহ উদ্ধার

0

নাটোরের বাগাতিপাড়ায় এক ঝাল মুড়ি বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার বিহারকোল এলাকার ডিগ্রি কলেজের অদূরে মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তপন কুমার (৩৫) পার্শ্ববর্তী লালপুর উপজেলার চংধুপইল এলাকার মৃত ক্ষিতেশচন্দ্র চৌধুরীর ছেলে। তপন কুমার ফেরি করে বাদাম বিক্রি করতেন এবং প্রতিদিন সন্ধ্যায় উপজেলার মালঞ্চি বাজারে ঝালমুড়ি বিক্রি করতেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, মাঠের মধ্যে মরদেহ পড়ে আছে এমন খবরে ঘটনাস্থলে পুলিশ যায়। পরে তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। বর্তমানে মরদেহটি পুলিশি হেফাজাতে নেয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here