নাটোরের সিংড়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো পরিচালক শহীদুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, টিটিটিসি পরিচালক সাইফুল হক চৌধুরী, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান পিপিএম, উপজেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।