‘আমার পরাণ তুই’ নাটকে জুটিবদ্ধ হয়েছেন সাব্বির অর্ণব ও মাহিমা। নাটকটি বুধবার লেজার ভিশন নাটক ইউটিউবে উন্মুক্ত করা হয়।
জুয়েল এলিনের রচনায় নাটকটি গল্প ভাবনা ও পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। এতে আরও অভিনয় করেছেন সাবেরি আলম, রেশমা আহমেদ, মারজান সুমি, বাসার বাপ্পী, ইমরান আজান, রিয়াদ তালুকদার, টিএ তুহিন, সহ অনেকেই।