নাটকীয় জয়ে সিরিজে ফিরল নিউজিল্যান্ড

0
নাটকীয় জয়ে সিরিজে ফিরল নিউজিল্যান্ড

অকল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ড শেষ মুহূর্তে ৩ রানে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এই জয়ে কিউইরা সিরিজে সমতা ১-১ করে।

নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২০৭ রান সংগ্রহ করে। জবাবে ৮ উইকেটে ২০৪ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৫ ওভারে ৯১ রানের লক্ষ্য থাকলেও চরম উত্তেজনাপূর্ণ ক্রীড়া নাটকে জয়ের হাত থেকে ফসকে যায় ক্যারিবীয়রা।

রোমারিও শেফার্ড ও রভম্যান পাওয়েলের সপ্তম উইকেটে ২৪ বলে ৬২ রান যোগ করার চেষ্টা শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি। জ্যাক ফকসের বোলিংয়ে শেফার্ড ১৬ ওভারে ৩৪ রান করে ফেরেন। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান, তবে কাইল জেমিসনের বোলিংয়ে নাটক ঘটে। পাওয়েল ৪৫ রান করে আকাশে ক্যাচ হন। শেষ বলে ফোর্ডে নিতে পারেন মাত্র ১ রান, আর ম্যাচ ৩ রানে নিউজিল্যান্ডের জয় দিয়ে শেষ হয়।

নিউজিল্যান্ডের জয়ের পথে মাইলফলক হিসেবে উল্লেখযোগ্য ছিল মার্ক চ্যাপম্যানের বিধ্বংসী ৭৮ রানের ইনিংস, যেখানে ছিল ৬ চার ও ৭ ছক্কা। তার সাথে ড্যারিল মিচেল ও অধিনায়ক মিচেল স্যান্টনার শেষের দিকে অপরাজিত ৩৮ রান যোগ করে কিউইদের জন্য জয়ের পথ খুলে দেন।

ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল ভালো। ডেভন কনওয়ে ও টিম রবিনসন উদ্বোধনী জুটিতে ৫৫ রান যোগ করেন। তবে চ্যাপম্যানের ঝড় শেষ পর্যন্ত কিউইদের জয় নিশ্চিত করে। রস্টন চেজ ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেট নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here