নাজমুলকে অর্থ কমিটি থেকে অব্যাহতি যথেষ্ট নয় : মিঠুন

0
নাজমুলকে অর্থ কমিটি থেকে অব্যাহতি যথেষ্ট নয় : মিঠুন

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের সংগঠন কোয়াব তার পদত্যাগের দাবি তুলে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয়।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকের দিনের প্রথম ম্যাচে কোনো ক্রিকেটার মাঠে না গেলে খেলা হয়নি। এরপর বিকালে নাজমুলকে বিসিবির অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিসিবি। তবে বোর্ডের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন ক্রিকেটাররা।

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন মনে করেন, ক্রিকেটারদের নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন নাজমুল সেটার পর তার আর বোর্ডে থাকা উচিত না। ফলে বিসিবির পরিচালক পদ থেকেও তার পদত্যাগের দাবিতে অনড় কোয়াব। দেশের একটি গণমাধ্যমকে মিঠুন বলেন, ‘এটা (অর্থ কমিটি থেকে নাজমুলের পদত্যাগ) যথেষ্ট না। আমরা পদত্যাগ চাচ্ছি।’

এর আগে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে নাজমুল বলেছিলেন, ‘বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে কারণ তারা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচ সেরা হলেও পায়, পারফরম্যান্স অনুযায়ী পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’

আশানুরূপ পারফর্ম না করলে ক্রিকেটারদের বেতন কাটা হয় না, তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে কোন যুক্তিতে? সাংবাদিকদের কাছে এই পাল্টা প্রশ্ন করেছেন নাজমুল, ‘কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ঐ টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here