চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত মিলন আলী (৬০) ও আলম আলী (৫৫) নামের দুই কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। মিলন ও আলম তারা আপন দুই ভাই।
নিহত মিলন ও আলম নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মারকইল সাহাপুকুরের গ্রামের নওশেদ আলীর ছেলে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে মিলন ও আলম নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে, মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে জেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ জন গুরুতর আহত হন।