নাচতে গিয়ে আহত হৃতিক, সিনেমা মুক্তি কি পেছাবে?

0

ভারতের হিন্দি সিনেমার অভিনেতা হৃতিক রোশন এবং দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর দুজন মিলে ‘ওয়ার টু’ নামের যে অ্যাকশন সিনেমায় কাজ করছেন, সেটির শুটিং বন্ধ করা হয়েছে একটি দুর্ঘটনার জন্য।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে যশরাজ ফিল্মসের প্রযোজনায় এই অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমার গানের দৃশ্যে মহড়ার সময়ে পায়ে আঘাত পেয়েছেন হৃতিক। তাই কয়েকদিন আগে শুটিং বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন নির্মাতারা। এখন এই সিনেমার শুটিং পিছিয়ে গেছে মে মাস পর্যন্ত।

হৃত্বিককে পায়ের চোট সারতে চার সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর অভিনেতা যদি বিশ্রাম না নেন, তাহলে তাকে বড় ধরনের সমস্যায় পড়তে হবে বলে সতর্ক করেছেন তারা।

সিনেমায় হৃত্বিক ও এনটিআরের গানের দৃশ্যে তুমুল নাচ রাখা হয়েছে। মূল দৃশ্যগুলোর শুটিং সেরে নিয়েছেন নির্মাতারা। কেবলমাত্র গানের দৃশ্য বাদ থাকায়, সিনেমার প্রচার কাজ না পেছানোর সিদ্ধান্ত নিয়েছে যশরাজ ফিল্মস। এখন টিমের ব্যস্ততা চলছে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে।

‘ওয়ার ২’ আগামী ১৪ অগাস্টে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের সিনেমা ‘ওয়ার টু’; যা পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়। ২০১৯ সালে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘ওয়ার’ সিনেমায় হৃতিক ছিলেন। এর সিকুয়েলেও হৃত্বিককে এজেন্ট মেজর কবির ধালিওয়ালের ভূমিকায় দেখা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here