কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে বিপ্লব সরকার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নাঙ্গলকোট বাজার রেলগেটের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে তিনি মেঘনা এক্সপ্রেসের যাত্রী ছিলেন।
লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুরাদ উল্লাহ বাহার বলেন, আমরা খবর পেয়েছি এবং লাশ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।