নাগোরনো-কারাবাখে আজারবাইজানের অভিযান, নিহত ২৫

0

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে সামরিক অভিযান চালিয়েছে আজারবাইজানের সৈন্যরা। 

আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ওই অঞ্চলটি বর্তমানে আর্মেনিয়ার নিয়ন্ত্রণাধীন। মঙ্গলবার সেখানে অভিযান চালায় আজারি সেনারা। এতে রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নাগোরনো-কারাবাখের বিচ্ছিন্ন অঞ্চলে একজন বিচ্ছিন্নতাবাদী আর্মেনিয়ান মানবাধিকার বিষয়ক কর্মকর্তা বলেছেন, আজারবাইজানীয় সামরিক হামলায় মঙ্গলবার সেখানে ২৫ জন নিহত হয়েছেন।

বিচ্ছিন্নতাবাদী আর্মেনিয়ান মানবাধিকার বিষয়ক ওই কর্মকর্তার নাম গেঘাম স্টেপানিয়ান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নিহতদের মধ্যে দু’জন বেসামরিক নাগরিকও রয়েছেন।

স্টেপানিয়ান আরও দাবি করেছেন, আজারবাইজানের চালানো এই হামলায় ২৯ জন বেসামরিক নাগরিকসহ ১৩৮ জন আহত হয়েছেন। যদিও তার এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মূলত আজারবাইজানের ভূখণ্ড হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতিগত আর্মেনীয় ছিটমহল নাগোরনো-কারাবাখ ঘিরে সাম্প্রতিক সময়ে দুই দেশের মাঝে উত্তেজনা চলছে। সম্প্রতি বিতর্কিত ওই ভূখণ্ডে মাইন বিস্ফোরণ ও অন্য এক ঘটনায় আজারবাইজানের ১১ পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সূত্র: আল জাজিরা, এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here