নাগোরনো কারাবাখের ৮০ শতাংশ মানুষ পালিয়েছে

0

নাগোরনো কারাবাখে বসবাসরত আর্মেনিয়ান নৃগোষ্ঠীর ৮০ শতাংশ বাসিন্দা পালিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, এতে অঞ্চলটি প্রায় জনশূন্য হয়ে গেছে। 

সম্প্রতি অঞ্চলটিতে অভিযান চালায় আজারবাইজান। অঞ্চলটিতে বসবাসরত অস্ত্রধারী গোষ্ঠীকে আজেরি বাহিনী অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানায়। এরপর বিছিন্নতাবাদী শাসিত নাগোরনো কারাবাখ প্রজাতন্ত্র বিলুপ্ত ঘোষণা করা হয়।

তবে আজারবাইজান বলছে, তারা তাদের দেশের সব বাসিন্দাকে সমান চোখে দেখে। কিন্তু আর্মেনিয়ার মুখপাত্র বিষয়টিকে ‘ডাহা মিথ্যা’ বলে উল্লেখ করেছেন। 

নাগোরনো-কারাবাখ আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত। তবে তিন দশক ধরে জাতিগত আর্মেনীয়রা দেশটি পরিচালনা করে আসছিলো। গত ১৯ সেপ্টেম্বর দেশটিতে ২৪ ঘণ্টার সামরিক অভিযান চালায় আজারবাইজান সেনাবাহিনী। এতে দুই শতাধিক আর্মেনিয় নিহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here