জিম্বাবুয়ের ফাস্ট বোলার রিচার্ড নাগারাভাকে দেশের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। শনিবার হারারে অনুষ্ঠিত জিসি বোর্ডের চতুর্থ ত্রৈমাসিক বৈঠকের পর এই ঘোষণা আসে।
নাগারাভার সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন ২২ বছর বয়সী ব্রায়ান বেনেট, যিনি মাত্র গত বছর টেস্ট ও ওয়ানডেতে অভিষেক করেন। এই পরিবর্তন আসে ক্রেগ এর্ভিন অধিনায়ক পদ থেকে সরে যাওয়ার পর।
নাগারাভা আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৭ সালে অভিষেক করেন। তিনি জিম্বাবুয়ের আক্রমণ ভাগের নেতা হিসেবে ব্লেসিং মুজারাবানির সঙ্গে কাজ করছেন। নাগারাভা প্রথম জিম্বাবুয়ে ক্রিকেটার যিনি ১০০টি টি-টোয়েন্টি উইকেট অর্জন করেছেন এবং তিন ফরম্যাট মিলিয়ে ১৫০-এর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
বেনেটও মাত্র ২২ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে তার দ্রুত উত্থান ঘটিয়েছেন। তিনি ইতিমধ্যে তিন ফরম্যাটেই শতরান করেছেন, যার মধ্যে রয়েছে জিম্বাবুয়ের ক্রিকেটে সবচেয়ে দ্রুত টেস্ট সেঞ্চুরি।
জিসি চেয়ারম্যান তাভেঙ্গওয়া মুকুহলানি বলেন,‘নাগারাভা খেলোয়াড় এবং নেতা হিসেবে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখিয়েছেন। তিনি ড্রেসিংরুমে সম্মানিত এবং সব ফরম্যাটে ধারাবাহিকভাবে জিম্বাবুয়ের জন্য অবদান রেখেছেন। আমরা বিশ্বাস করি, তিনি দলের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। ব্রায়ানের সহ-অধিনায়ক নিযুক্তি তার ক্রিকেট বুদ্ধিমত্তা, পরিপক্বতা এবং ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনাকে প্রতিফলিত করে। তিনি জিম্বাবুয়ের ক্রিকেটের ভবিষ্যৎ।’

