ফিলিস্তিন ও ইসরায়েলের সীমান্তবর্তী দেশ লেবানন থেকে নিজ নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত এ দুটি দেশের দূতাবাস থেকে এমন নির্দেশনা দেওয়া হয়।
এর আগে, লেবাননে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছিল। এখন লেবাননে যারা অবস্থান করছেন, তাদের সরে যেতে বলল উভয় দেশ।