ওপেনার সায়েম আইয়ুব ও মোহাম্মদ নাঈম শেখ শুরুটা ভালোই করেছিলেন। ৫৪ বলে ৭৫ রানের জুটি গড়েন তারা।
তবে এরপরই দুর্দান্ত ঢাকার শিবিরে ছন্দপতন। তাদের পর ২০ রানের ঘর পেরোতে পেরেছেন ঢাকার মাত্র একজন ব্যাটার।
দুই ওপেনারের বিদায়ের পর রীতিমতো ধস নামে ঢাকা শিবিরে। অ্যালেক্স রোজ কেবল ২১ রান তুলতে পেরেছেন। বাকিদের কেউই ১৫ রানের বেশি তুলতে পারেননি।
খুলনার হয়ে মোহাম্মদ নওয়াজ নিয়েছেন সর্বোচ্চ তিন উইকেট। মোহাম্মদ মুকিদুল হাসান ও মোহাম্মদ ওয়াসিম নিয়েছেন দুইটি করে তিন উইকেট।