এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ভালো শুরু করেছিলেন ওপেনিং ব্যাটার মোহাম্মদ নাঈম ও মেহেদি হাসান মিরাজ। ওপেনিং জুটিতে ১০ ওভারে এসেছে ৬০ রান। তবে সেই ভালো বেশিক্ষণ টেকেনি। পর পর দুই উইকেট হারিয়ে আবার কিছুটা ব্যাকফুটে গেছে টাইগাররা।
দশম ওভারে মুজিবের বোলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন নাঈম। আউট হওয়ার আগে ৩২ বলে ২৮ রান করেছেন তিনি। নাঈমের আউটের পরের ওভারে দুই বলে শূন্য রানে আউট হন তাওহিদ হৃদয়।
এশিয়া কাপের প্রথম ম্যাচে হেরে খাদের কিনারায় পৌঁছে গেছে বাংলাদেশ। এখন আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি হয়ে গেছে বাঁচা-মরার লড়াই। আফগানিস্তানের বিপক্ষে আজ জিততেই হবে। হারলেই এশিয়া কাপ শেষ।
উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হারের ম্যাচ থেকে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আগের ম্যাচে অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান, শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমানের জায়গায় এসেছেন আফিফ হোসেন, শামীম হোসেন ও হাসান মাহমুদ।