দলীয় ৫৫ রানের মাথায় পড়েছিল বাংলাদেশের প্রথম উইকেট। সেখান থেকে ৭০ রানের কোটায় পৌঁছাতেই টাইগাররা হারিয়েছে আরো ২ উইকেট। ওপেনার মেহেদী হাসান মিরাজেরর পর সাজঘরে ফেরেন আরেক ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। ধাক্কা সামলে ওঠার আগেই সাজঘরের পথ ধরতে হয়েছে সাকিব আল হাসানকে।
৭ বল খেলে মাত্র ৩ রান তুলেই ফিরেছেন সাকিব। এর আগে নাঈম ফিরেছেন ব্যক্তিগত ২১ রানে। সবমিলিয়ে ভালো শুরু করেও চাপের মুখে পড়েছে টাইগাররা। ২৫৮ রানের মাঝারি সংগ্রহ তাড়া করতে নেমেও সুবিধা করতে পারছে না সাকিব আল হাসানের দল।
এর পরের আঘাতে আসালাঙ্কাকে ফেরান তাসকিন। কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলেছে লঙ্কান ব্যাটাররা।