নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

0

দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

রবিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।  

দুদকের আবেদনে বলা হয়, নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ১৬৩টি ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা ও ৩৭৯ কোটি টাকা উত্তোলন অর্থাৎ মোট ৭৬৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যেই দুদক দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করেছে দুদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here